Logo

রাজনীতি

বসুন্ধরার ঘটনায় সারজিসের অভিযোগকে ভিত্তিহীন বলল ছাত্রদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:০৭

বসুন্ধরার ঘটনায় সারজিসের অভিযোগকে ভিত্তিহীন বলল ছাত্রদল

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সারজিস আলমের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি জানান, গত বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সারজিস আলমের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে ছাত্রদলের নাম জড়ানো হয়েছে। নাছির অভিযোগ করেন, ছাত্রদলের নাম সকল ঘটনার সূত্রে আসা একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের নানা স্থানে ঘটে যাওয়া যেকোনো অপ্রীতিকর ঘটনাকে ছাত্রদলের সাথে যুক্ত করার একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা তৈরি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

রাকিব দাবি করেন, সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করেই। তিনি উল্লেখ করেন, সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এবং পরবর্তীতে তিনি এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন।

তিনি সারজিস আলমের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘তার অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। সারজিস আলম তার পোস্টের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ হিসেবে উল্লেখ করেছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি স্পষ্ট অপমান।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, ঘটনার সময়ে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন না। তারা দাবি করেন, এটি একটি অযাচিত তুচ্ছ ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি নতুন উদাহরণ।

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর