Logo

রাজনীতি

নাহিদ

নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:৪১

নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত। তবে শুধু নির্বাচন নয়, আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে নাহিদ ইসলাম সাম্প্রতিক সময়ে নারীদের ওপর ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান পুলিশ প্রশাসনের দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। তাই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি জানান, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই ও আগস্টের সব অংশীজনদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হবে। এ ছাড়া ১১ মার্চ রাজনৈতিক দল, সুশীলসমাজ ও বিশিষ্টজনদের নিয়ে আরেকটি ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর