Logo

রাজনীতি

পিআর পদ্ধতির নির্বাচনে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভব : চরমোনাই পীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২১:০৩

পিআর পদ্ধতির নির্বাচনে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভব : চরমোনাই পীর

পিআর পদ্ধতির নির্বাচন অনুষ্ঠান করার মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভব বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। তিনি বলেন, ‘নির্বাচনের পদ্ধতি সংস্কারে বিশ্বের ৯০টিরও বেশি দেশে ব্যবহৃত সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই পদ্ধতির মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব।

রাজধানীর হোটেল সোনারগাঁ’য় রাজনীতিবিদ, কূটনৈতিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও  গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উল্লেখ করে বলেন, ‘এ পদ্ধতিতে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।’

চরমোনাই পীর বলেন, ‘দেশের সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে।’

মুফতি রেজাউল করীম নির্বাচনী সংস্কারের পাশাপাশি স্বৈরাচারের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, অপরাধীদের যথাযথ বিচার না হলে তাদের কৃতকর্মের দায় জাতিকে বহন করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তির যেন কোনো ক্ষতি না হয় এবং কোনো অপরাধী যেন ছাড় না পায়।’

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ইসলামে প্রতিবেশীকে সম্মান জানানো ও তাদের ক্ষতি না করা বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। রোহিঙ্গা ও ফিলিস্তিনসহ বিশ্বের সব মাজলুমদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর