Logo

রাজনীতি

নাহিদের বক্তব্যকে পজিটিভভাবেই দেখছি : রাশেদ খাঁন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৩৮

নাহিদের বক্তব্যকে পজিটিভভাবেই দেখছি : রাশেদ খাঁন

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘নাহিদ ইসলামের বক্তব্যকে আমি পজিটিভভাবেই দেখছি। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ও সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না, সেই অর্থে। এই পরিচয়ে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন তিনি।’

শনিবার (৮ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘যেহেতু শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলগঠন করেছে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপরাধ করলে, নাহিদ ইসলামদের পক্ষে এটা সামলানো কঠিন হবে। সেই অর্থে গণঅভ্যুত্থানের এই পবিত্র প্লাটফর্মটি  স্থগিত রাখার সিদ্ধান্তই বেটার বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘এখন যারা পজিটিভ পলিটিক্স করতে চায়, তারা বিভিন্ন দলের বা নতুন দলের রাজনীতি করতে পারে বা কারও রাজনীতি করার ইচ্ছে না থাকলে নিজেদের মতো অরাজনৈতিক প্লাটফর্ম গঠন করতে পারে। কারণ বৈষম্যবিরোধী প্লাটফর্মটির সার্বজনীন মালিকানা রয়েছে। এককভাবে ব্যবহার করতে গেলেই নানা বিতর্কের সৃষ্টি হবে।’

রাশেদ বলেন, ‘প্রকৃতপক্ষে প্লাটফর্মটি একটিভ রেখে, তার যথাযথ দেখভাল না করতে পারলে বরং অনেক অপরাধ-অপকর্মের দায় নেওয়া লাগতে পারে। কিন্তু নতুন দল-সংগঠনের পরিচর্যা করতে গেলে অতিরিক্তভাবে বৈষম্যের পরিচর্যা তাদের পক্ষে সম্ভব হবে না। আর এ কারণে আমি নাহিদ ইসলামের বক্তব্যকে পজিটিভলি দেখছি।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর