Logo

রাজনীতি

জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ কারা, জানালেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:৩৭

জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ কারা, জানালেন তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের জীবনে গুরুত্বপূর্ণ তিন নারীকে সম্মান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা— তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি।’

শনিবার (৮ মার্চ) ভোরে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস শেয়ার করেন। তারেক রহমান আরও লিখেছেন, ‘বাংলাদেশের তরুণী ও নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যেকোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।’

তিনি তার দলের পক্ষ থেকে নারীবান্ধব একটি সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। ‘বিএনপি সবাইকে নিয়ে একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করবে। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’

তারেক আরও বলেছেন, ‘আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদের ঘর ছেড়ে বাইরে আসতে হবে, যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে। নিজেদের মত প্রকাশ করতে পারে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর