নির্বাচনে অভিন্ন বাক্স দেওয়ার ব্যাপারে ২ ইসলামি দলের ঐক্যমত্য

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:১৫
-67cc18c9cbc51.jpg)
দেশের প্রভাবশালী দুটি ইসলামি রাজনৈতিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আলোচনায় উভয় দল ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে এবং দেশপ্রেমিক গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কৌশল নির্ধারণে অপরাপর সমমনা ইসলামি সংগঠনগুলোর সঙ্গে কার্যকর আলোচনা চালানোর জন্য উভয় দল আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা ফজলুল করিম কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।
ডিআর/বিএইচ