রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে ছাত্রদল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:১৩

পবিত্র রমজান উপলক্ষে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই মধ্যে ‘হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ শিরোনামে প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (১০ মার্চ) প্রতিযোগিতার অন্যতম সমন্বয়ক ছাত্রদল-নেতা মুফতি জামিল সিদ্দিকী বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিযোগিতার রেজিস্ট্রশন চলবে ১৩ মার্চ পর্যন্ত এবং প্রতিযোগিতাটির বাছাই পর্ব আগামী ১৪ ও ১৫ মার্চ প্রতিযোগীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু’টি ক্যাটাগরিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন মুফতি জামিল সিদ্দিকী।
ক্যাটাগরি দু’টি হচ্ছে—
গ্রুপ-ক. হিফযুল কুরআন (৩০ পারা)। এই ক্যাটাগরি শুধুমাত্র হাফেজদের জন্য। বয়সসীমা অনূর্ধ্ব ২৫ বছর। আর গ্রুপ-খ. কোরআন তেলাওয়াত। এই ক্যাটাগরি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য।
প্রতিযোগিরা ছাত্রদলের পেইজে শেয়ার করা পোস্টারের কিউআর কোড, রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত গুগল ফরমের লিংক অথবা যোগাযোগের জন্য নির্ধারিত চারটি নাম্বারের যে কোনোটির হোয়াটসঅ্যাপে নক করে রেজিস্ট্রেশন করেতে পারবে।
রেজিস্ট্রেশন লিংক—
https://forms.gle/mzogiLsLbuUsCBQV9
দুই গ্রুপের উভয় গ্রুপের ১ম পুরস্কার নগদ ২০০০০ টাকা ও সম্মাননা ক্রেস্ট, ২য় পুরস্কার নগদ ১৫০০০ টাকা ও সম্মাননা ক্রেস্ট, ৩য় পুরস্কার নগদ ১০০০০ টাকা ও সম্মাননা ক্রেস্ট এবং ৪র্থ থেকে ১০ম পর্যন্ত সকলের জন্য আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট থাকবে। আরও বিস্তারিত জানতে ছাত্রদলের ফেসবুক পেজ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
ডিআর/ বিএইচ