Logo

রাজনীতি

রাশেদের অভিযোগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:২৯

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার (১০ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সকল সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না।’

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

আমিনুল ইসলাম গণমাধ্যমেক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দিচ্ছিল পদত‍্যাগ করতে। তাই আজ দুপুর ২টার দিকে আমার পিএসের মাধ্যম‍ে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর