Logo

রাজনীতি

ভোটে ভয় কেন, প্রশ্ন মির্জা আব্বাসের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:০৩

ভোটে ভয় কেন, প্রশ্ন মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন বিলম্ব ইস্যুতে কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেছেন, ‘আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, এখন অন্যরাও কি তা-ই ভাবছেন?’

বুধবার (১২ মার্চ) রাজধানীর শাহজানপুরে বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা রক্ত দিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার আদায় করেছি। এখন কিছু দল বলছে, এটা না হলে ভোট হবে না, ওটা না হলে ভোট হবে না। কেন? ভোটে আসুন, জনগণ আপনাদের চাইলে ক্ষমতায় যাবেন, কিন্তু নির্বাচনকে ভয় পান কেন?’

নির্বাচনের বিরোধিতাকারী দলগুলোকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধুই বিরোধিতা করে, দেশপ্রেমের লেশমাত্র নেই।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি করেন, ‘বিএনপির ভালো কিছু করলে তা লেখা হয় না, কিন্তু খারাপ কিছু হলে বড় করে প্রকাশ করা হয়।’

তিনি বলেন, ‘বিএনপিতে অপকর্মকারী, দুষ্কৃতকারীদের জায়গা নেই। দু'একজন খারাপ কর্মীর জন্য পুরো দল কালিমালিপ্ত হতে পারে না।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর