
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোট যারা পাবে, তারা যেন দেশ পরিচালনার দায়িত্ব পায়।’
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বড় বাজার বণিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে অন্যায়ভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্ত করেছিলো ছাত্র জনতা। তারা সেখানে জীবন দিয়েছিল। রক্ত দিয়ে তারা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল।’
তিনি ১৭৮৭ সালের ফ্রান্সে কারাগার ভাঙার ইতিহাসের পুনরাবৃত্তি নরসিংদী কারাগারে ঘটেছিল উল্লেখ করে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করেন।
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধাসহ বাজারের কয়েকশত ব্যবসায়ী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সুমন রায়/এআরএস