বিএনপি নেতাকর্মীদের মানুষের মন বুঝতে বললেন আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২৩:১৮
-67d464dd77bad.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তাতে তাদের প্রত্যাশাও বেড়ে গেছে। এটা যদি বিএনপি এবং এর অঙ্গ ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এখনো অনুধাবন করতে না পারে, গুণগত পরিবর্তন আনতে না পারে, তবে তারাও বেশিদিন টিকে থাকতে পারবে না।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নগরীর একটি কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আগামীতে সরকারে এলে স্বাস্থ্যখাতে বাজেট এক শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করবে। স্বাস্থ্যখাতের নাজুক পরিস্থিতির গুণগত পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে ড্যাবের উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আবদুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন।