Logo

রাজনীতি

সিপিবির অফিস ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া যাবে না : রাশেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:২৭

সিপিবির অফিস ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া যাবে না : রাশেদ

সিপিবির পার্টি অফিস ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (১৫ মার্চ) সোয়া ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে রয়েছে। এমতাবস্থায় সিপিবির পার্টি অফিস ঘেরাও বা ভাঙচুর হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পরবর্তীতেও নেওয়া যাবে না। কোনো আন্দোলন যদি দমনের প্রয়োজন হয়, সেটি পুলিশ-প্রশাসন করবে।’ 

তিনি বলেন, ‘দয়া করে বারবার মব তৈরি করে দেশকে অস্থিতিশীল দেখাবেন না। এতে দেশের ক্ষতি ছাড়া লাভ নাই। বর্তমানে পুলিশ আগের থেকে ভালো পারফর্ম করছে। তাদেরকে দায়িত্ব পালন করতে দিন।’

গণঅধিকারের সাধারণ সম্পাদক বলেন, ‘আরও মনে রাখবেন, সামনে প্রধান উপদেষ্টার চীন সফর আছে। চীনের একটা পলিসি হলো পার্টি টু পার্টি রিলেশন। যেকোনো দেশের কমিউনিস্ট পার্টিগুলোর সাথে তাদের সুসম্পর্ক। সুতরাং প্রধান উপদেষ্টাকে যেন, চীনে গিয়ে কোনো ছোটখাটো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। চীনের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি গুরুত্বপূর্ণ। সুতরাং, বন্ধুগণ সচেতন, সতর্ক, ধৈর্যশীল, ও বিচক্ষণ হন।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর