Logo

রাজনীতি

সেকেন্ড রিপাবলিক ঘোষণার সুযোগ নেই : ইশরাক

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২৩

সেকেন্ড রিপাবলিক ঘোষণার সুযোগ নেই : ইশরাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘দেশে নতুন করে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই।” তিনি দাবি করেন, জনগণের ভোট নিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে নতুন আইন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

শুক্রবার (১৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইশরাক হোসেন আরও বলেন, ‘বিএনপি ও সর্বস্তরের জনগণের আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে।  যারা নতুন দল গঠন করেছে, তারা ভুল ধারণায় ভুগছে, মনে করছে তারা একাই এই আন্দোলন করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘যারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, তারা দেশটির জনগণের চিন্তা বুঝতে পারছেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সংগ্রামকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।’

ইশরাক আরও বলেন, ‘যদি সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের প্রয়োজন হয়, তবে সেটা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই করতে পারবে। একে কোনো অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো ব্যবস্থা করে সফল হতে পারে না।’ 

তিনি সতর্ক করে বলেন, ‘যদি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু সংস্কার কার্যক্রম পরিচালনা করতে চান, তাহলে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে।’

ইশরাক হোসেন বলেন, ‘আমরা ১৭ বছর জেল-জুলুম, গুম-খুনসহ নানা নিপীড়নের শিকার হয়েছি। এই আন্দোলন থামাইনি, হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা মাঠে ছিলাম।’

তিনি বলেন, ‘হাসিনার খুনি সরকারের বিচার করতে হলে বিএনপির মতো শক্তিশালী সরকারের প্রয়োজন।’

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর