বাংলাদেশ জাগ্রত পার্টির মেহেরপুর জেলা কমিটি অনুমোদিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৩:২০

বাংলাদেশ জাগ্রত পার্টির মেহেরপুর জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। মো. বাবর আলীকে আহ্বায়ক ও সুমন মাহমুদকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান।
তিনি মেহেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘জাগ্রত পার্টি হবে তারুণ্যের রাজনীতি এবং বাংলাদেশের পুনর্গঠনের স্বপ্ন সারথি। এটি দেশের আগামীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- নিরব আলী, মাসাদুল হক, ইউসুফ আলী, সেলিম রেজা, বুলবুল ইসলাম, পাভেল সিদ্দিক, খোকন আলী, সুমন প্রামানিক, জালাল হোসেন।
- এমজে