এমরান সালেহ প্রিন্স
ভোটের মাধ্যমে জনগণের মালিকানা নবায়নই বড় সংস্কার

হালুয়াঘাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:৪৬
-67d835ce33656.jpg)
ভোটের মাধ্যমে জনগণের মালিকানা নবায়নই বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার (১৭ মার্চ) হলুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত পনেরো বছরে আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসণ করে, অনির্বাচিত শাসনে দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল। এখন জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের মালিকানা নবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার।’
তিনি আরও বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে। এতে স্বার্থান্বেষী মহল যড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলবে।’
হলুয়াঘাটের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘হলুয়াঘাট হচ্ছে আলোর নিচে অন্ধকার। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও হলুয়াঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফ্যাসিবাদের অবসানের পর নতুন বাংলাদেশের অভিযাত্রায় অবহেলিত হলুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করা হবে।’
প্রিন্স বলেন, ‘বিএনপি উন্ননের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি ঘৃণা করে। বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ, সেটা দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতিকে প্রাধান্য দেয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে। দেশ ও জনকল্যাণে যা কিছু ভালো, দলীয় স্বার্থের বাইরে গেলেও বিএনপি তা গ্রহণ করতে দ্বিধা করে না। কিন্তু দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন কোনো কাজ বিএনপি করতে পারবে না।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন, বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে, এখনো বলছে এবং ভবিষ্যতে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে।’
তিনি বলেন, ‘নিজেদের লাভ-ক্ষতির চিন্তা করে বিএনপি রাজনীতি করে না। যারা নিজেদের লাভ-ক্ষতির চিন্তা করে নির্বাচন প্রলম্বিত করতে চায়, তারা দেশ, জাতি ও গণতন্ত্রের ক্ষতি ডেকে আনছে।’
- ওমর ফারুক আকাশ/এমজে