Logo

রাজনীতি

জামায়াতের আমিরের সাথে ইইউ অ্যাম্বাসডরের বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২৩:৫৮

জামায়াতের আমিরের সাথে ইইউ অ্যাম্বাসডরের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসডর মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংবাদ কিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত।

অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পরস্পর কুশল বিনিময় করেন।  

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতের আমিরের সাথে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ডিআর/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর