Logo

রাজনীতি

ইসরায়েল ও ভারত পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:১৯

ইসরায়েল ও ভারত পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসরায়েল ও ভারত তাদের নৃশংস কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি। 

বৃহস্পতিবার (২০ মার্চ) নরসিংদীর মাধবদীতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ভারত ইতিহাসের সবচেয়ে অসভ্য জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারা দিন শুরু করে গরুর মল-মূত্র দিয়ে, অথচ মুসলমানদের সভ্যতা শেখাতে চায়।’ তিনি ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

ফিলিস্তিন প্রসঙ্গে মাওলানা কাইয়ূম বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে। তারা বর্বর ও হিংস্র হায়েনার মতো আচরণ করছে। জাতিসংঘের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, ইসলামই শান্তি ও কল্যাণের ধর্ম, কিন্তু শাসকগোষ্ঠীর ব্যর্থতার কারণে দেশ আজ সংকটে। ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। নির্বাচনে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের রুখে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর