তারেক রহমান
রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন প্রয়োজন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:০৯

রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। সরকারকে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র ও রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাচিত হওয়ার সুযোগ পায়।’
তারেক বলেন, ‘বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানানোর ফলে স্বৈরাচারবিরোধী জাতীয় ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’
স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন হওয়া উচিত নয় উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটে নিয়ে বসে রয়েছে। তাদের পুনর্বাসন করা দেশের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।’
তারেক বলেন, ‘বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংস্কার কখনো শেষ হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সকল পর্যায়ে চালু রাখা উচিত।’
- ডিআর/এমজে