২৪ কিংবা ৯০-এর সাথে ৭১ মেলানো সমীচীন নয় : রাশেদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৩:৪৯

২৪ কিংবা ৯০-এর সাথে ৭১ মেলানো সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, ‘প্রতিটা বিপ্লবের গুরুত্ব ও মহত্ত্ব আলাদা। এবং ৭১ সবার থেকে আলাদা ও গুরুত্বপূর্ণ।’
বুধবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
৭১ ও ২৪ নিয়ে কেন বিতর্ক? প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘৭১-এ আমরা একটা স্বাধীন ভূখন্ড পেয়েছি, কিন্তু পরবর্তীতে সেই ভূখন্ডে গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কখনো বাকশাল, কখনো এরশাদ, কখনো ফখরুদ্দিন মঈনুদ্দিন, সর্বশেষ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়েছে। আমরা অতীতে প্রত্যেকবার সঠিকভাবে স্বৈরাচারের মসনদ ভাঙতে পেরেছি, কিন্তু রাষ্ট্র গড়তে পারিনি। সেই রাষ্ট্র গড়ার নিমিত্তেই ২৪-এ হাসিনার মসনদ ভাঙা হয়েছে। কিন্তু ৭১-এর সাথে ২৪ কিংবা ৯০ মেলানো কোনোটাই সমীচীন নয়।’
গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘২৪ ও অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যা বিচার, রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভবপর না হয়।’
তিনি বলেন, ‘২৪-এর বিপ্লবকে সফল করতে হলে সবার আগে আওয়ীমী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভাঙার পরে গড়ার দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু গণঅভ্যুত্থানের অংশীজনদের সেদিকে মনোযোগ নেই।’
- ডিআর/এমজে