Logo

রাজনীতি

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক’-এ চরমোনাই পীরের সমর্থন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২১:৫১

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক’-এ চরমোনাই পীরের সমর্থন

ইসরায়েলের গাজায় চালানো বর্বর গণহত্যার বিরুদ্ধে সোমবার (৭ এপ্রিল) ঘোষিত আন্তর্জাতিক ‘গ্লোবাল স্ট্রাইক’-এ পূর্ণ সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তা মানব ইতিহাসে নজিরবিহীন। তার চেয়েও লজ্জাজনক হলো, পশ্চিমা সরকার, বৈশ্বিক প্রতিষ্ঠান ও আরব রাষ্ট্রগুলোর নীরবতা।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি দেশবাসীকে ৭ এপ্রিল দেশের সব শিক্ষা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভের আয়োজনের আহ্বান জানান। সেই সঙ্গে সেগুলোর চিত্র বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বলেন। সারা দেশে বাদ জোহর বিক্ষোভ মিছিলের ডাকও দেওয়া হয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর