Logo

রাজনীতি

বিমান তৈরি করা জুলহাসকে আরও টাকা দেবেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৯

বিমান তৈরি করা জুলহাসকে আরও টাকা দেবেন তারেক রহমান

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগাতে এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করতে আবারো আর্থিক সহায়তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জীবনে নিজে কখনো বিমানে চড়েননি জুলহাস মোল্লা। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি তিনি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন। 

এ অসাধারণ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান তারেক রহমান। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর