‘আ.লীগকে নির্বাচনে আনার পাঁয়তারা করছে উপদেষ্টাদের একটি অংশ’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৮

উপদেষ্টাদের একটি অংশ আওয়ামী লীগকে নির্বাচনে আনার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শুক্রবার সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিদেশিদের চাপে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পাঁয়তারা করছে উপদেষ্টাদের একটি প্রভাবশালী অংশ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নেও কেবিনেট সভায় তারা ভেটো দেয়।
রাশেদ বলেন, এরা বিভিন্নভাবে আওয়ামী লীগের কয়েকজন ডামি এমপিকে জামিন করাতে সহায়তা করেছে। কোনোভাবেই তারা গণহত্যার বিচার ত্বরান্বিত হতে দিচ্ছে না। তারা গণহত্যার বিচারে মাত্র একটা ট্রাইবুনাল গঠন করে বিচারের নামে কালক্ষেপণ করছে।
‘এত বড় গণহত্যা’র পরে ন্যূনতম ১০টা ট্রাইবুনাল গঠন করা দরকার ছিল বলে জানান তিনি। বলেন, ‘কিন্তু সেটিও হতে দেয়নি। তাদের ধারণা সময় যত যাবে, শোক তত মলিন হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা কমবে, তখন আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, নির্বাচনে যাওয়াও আটকানো যাবে না।’
গণঅধিকারের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ আগের তুলনায় বড় মিছিল করছে, ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ ডে বাই ডে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। বরং আওয়ামী লীগের পক্ষে বিদেশি লবিস্টরা ব্যাপকভাবে তৎপর হচ্ছে। ৮ মাসে রাষ্ট্রের এতটুকু সংস্কার হয়েছে!’
ডিআর/এমজে