ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ করবে বিএনপির ৩ সংগঠন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৯

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যৌথ লংমার্চ ঘোষণা করেছে বিএনপির ৩ সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লংমার্চ পালিত হবে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের মিথ্যা তথ্য সন্ত্রাস, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালিত হবে। বুধবার সকাল ৮টায় পল্টন থেকে লংমার্চ শুরু হবে।
বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার ঢাকায় দেশটির হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে বিএনপির তিন সংগঠন। এদিন বেলা ১১টা ২৫ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে। হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন থেকে পদযাত্রায় অংশ নেন। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
পদযাত্রা নিয়ে রামপুরা ব্রিজের কাছে এলে পুলিশ তাদের আটকে দেয়। বসানো হয় ব্যারিকেড। পরে পুলিশের অনুরোধে তিন সংগঠনের ছয় সদস্য স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে যান।
এইচকে/ওএফ