ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করছে একটি দল : ইসলামী আন্দোলন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮
একটি দল ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রোববার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গাজী আতাউর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু কর্মকর্তা এবং একটি রাজনৈতিক দলের পদধারীরা গাজীপুরে ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করছে। সিন্ডিকেট গড়ে তুলে ঝুট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সন্ত্রাস, হয়রানি ও ছিনতাই করছে।’
তিনি বলেন, ‘গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে শ্রমিক দল পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত চাঁদা উত্তোলনকালে ইসলামী আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলন বাসন থানা শাখার দায়িত্বশীলরা চাঁদা উত্তোলনে বাধা প্রদান করেন। এ সময় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের উপর হামলা করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।’
ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ছাত্র-জনতা আবারও ঐক্যবদ্ধভাবে নব্যসন্ত্রাসীদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলবে।’
ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলের বিপথগামী নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু সদস্যদের কারণে গাজীপুরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তিতে নেই। এ অবস্থার পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাঁদাবাজ অসাধু সদস্যদেরকে প্রত্যাহার করে সাহসী ও দক্ষতাসম্পন্ন অফিসারদেরকে নিয়োগ দিতে হবে।’
তিনি গাজীপুর সিটিতে ঝুট সিন্ডিকেট, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং গণপ্রতিরোধ গড়ে তুলতে ছাত্র-জনতা, সাধারণ ব্যবসায়ী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ডিআর/এমজে