Logo
Logo

রাজনীতি

বিচার বিভাগ স্বাধীন হলেই আর সংস্কারের প্রয়োজন নেই : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০

বিচার বিভাগ স্বাধীন হলেই আর সংস্কারের প্রয়োজন নেই : রিজভী

ফাইল ছবি

বিচার বিভাগ স্বাধীন হলেই আর সংস্কারের প্রয়োজন নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৩ ডিসেম্বর) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে তিনি বলেন, ‘সবকিছু বন্ধ করে সংস্কারের কাজ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। যেদিন জেলা প্রশাসক আর পুলিশ সুপাররা একজন সংসদ সদস্যের অবৈধ আদেশের বিরুদ্ধে ‘না’ বলতে পারবেন, সেদিনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’

রিজভী বলেন, ‘এমন পরিবেশ নিশ্চিত করুন, যাতে বিচার বিভাগ নির্বাহী বিভাগের অবৈধ কোনো কিছু মানতে বাধ্য হবে না।’

দোয়া মাহফিল অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর