Logo
Logo

রাজনীতি

আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

ছবি : বাংলাদেশের খবর

পরিবর্তন ও সংস্কার চাইলে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি না চান তাহলে যেমন ৫ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, আবারও সেভাবে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদক পাওয়ার জন্যই রাস্তায় নামতে হবে।’

ছবি : বাংলাদেশের খবর

সংস্কার বিষয়ে তিনি বলেন, ‘আমি সংস্কার বলতে এটুকু বুঝি, আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যেন আমার ভোটটা আমি দিতে পারি। এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয়।  কৃষক ন্যয্য দাম পায়,  শ্রমিক যেন ন্যয্য মজুরি পায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই।’

শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের আশা ছিল, ভরসা ছিল, শেখ মুজিবর রহমান আমাদের বড় নেতা। তিনি আমাদের পাকিস্তান থেকে এসে একটা সুন্দর শান্তির দেশ দেবেন। যেখানে পরস্পর পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে বাঁচব। কিন্তু দুর্ভাগ্য আমাদের! আমরা সেটা পাইনি। স্বাধীনতার পর থেকে শুরু হয় হানাহানি-কাটাকাটি, খুন-জখম, হিংসা।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, যে নেতাকে (শেখ মুজিব) এত মানুষ ভালোবাসল, যে দলটাকে (আওয়ামী লীগ) এত মানুষ ভালোবাসল, সে দলটাই এ দেশের মানুষের উপরে চড়াও হয়ে গেল।’ 

তিনি বলেন, ‘দীর্ঘ ৫০ বছর ধরে আমরা লড়াই-সংগ্রাম করছি। পরিবর্তন এমনি এমনি হয়ে যায়নি। দেশটা আমাদের সবার।’

বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কেউ যদি এ দেশে সাম্প্রদায়িতা হচ্ছে বলতে চায়, তাহলে আমরা মানতে রাজি না। কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি।’ 

আবু সালেহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর