Logo
Logo

রাজনীতি

বড়দিনের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪

বড়দিনের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। 

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমি খ্রিস্টান সম্প্রদায়সহ বাংলাদেশের সকল মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যুগে যুগে মানব সমাজের পথপ্রদর্শক হিসেবে মহামানব প্রেরণ  করেছেন। যীশুখ্রিস্ট তাদের মধ্যে অন্যতম। তিনি মানবমুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। মানুষে মানুষে ভালোবাসা বিস্তারের মাধ্যমে একটি মানবিক পৃথিবী গড়ে তোলা ছিল তাঁর লক্ষ্য। 

বিবৃতিতে তিনি বলেন, যীশুখ্রিস্টের আদর্শ, জীবনের প্রতিটি শিক্ষা, বাণী, ক্ষমা ও মহত্ত্ব পর্যালোচনা করলে আমরা তা দেখতে পাই- তাঁর দর্শন ছিল মানবিকতার দর্শন, মানুষকে ভালোবাসার দর্শন। 

শেখ হাসিনা বলেন, যীশুখ্রিস্ট সব ভেদাভেদ ভুলে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছিলেন মানব আত্মার শ্রেষ্ঠত্বকে। মানুষে মানুষে বাঁধতে চেয়েছেন প্রেমের বাঁধন। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ছুঁটে গেছেন, রোগ থেকে মুক্তি দিয়েছেন। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রতি বছর বড়দিন আসে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা, উদারতার বার্তা নিয়ে। সংযম, সহিষ্ণুতা, ত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়ে স্মরণ করা হয় যিশুখ্রিস্টকে। যীশুখ্রিস্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক। ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলে। এই শুভদিনে এটাই প্রত্যাশা রাখি।

এনকেবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর