Logo
Logo

রাজনীতি

পরিকল্পনা করে মন্ত্রণালয়ের নথি পোড়ানো হয়েছে, দাবি আ.লীগের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬

পরিকল্পনা করে মন্ত্রণালয়ের নথি পোড়ানো হয়েছে, দাবি আ.লীগের

পরিকল্পনা করে মন্ত্রণালয়ের সব নথি পোড়ানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ দাবি করা হয়।

আওয়ামী লীগের পেজে বলা হয়, ‘সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সব নথি পুড়ে গেছে।’

‘ইউনুস ও ছাত্র উপদেষ্টা-সমন্বয়ক গংদের পরিকল্পনা বুঝে গেছে বাংলাদেশ’ উল্লেখ করে পেজে আরও বলা হয়, ‘দেশের প্রশাসনিক হৃদপিণ্ড সচিবালয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। বিশেষ করে যখন ঘটনাটি ৭ নম্বর ভবনে ঘটে, যেখানে দুই ছাত্র উপদেষ্টাদের অফিস ও গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।’

পেজে অভিযোগ করে বলা হয়, ‘৬ ঘণ্টা ধরে ৮টি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিশেষ করে আসিফ-নাহিদ, ঘটনাস্থলে আসেননি। এটি কেবল দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং প্রশ্ন তোলে তারা কি ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন?’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর