Logo
Logo

রাজনীতি

সচিবালয়ে আগুন পরিকল্পিত নাশকতা : ইসলামী ঐক্যজোট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

সচিবালয়ে আগুন পরিকল্পিত নাশকতা : ইসলামী ঐক্যজোট

প্রশাসনের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছে দেশের কওমী মাদ্রাসাভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এ মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের দুর্নীতি লুটপাট ও নানা অপকর্মের প্রমাণাদি বিনষ্ট করতেই প্রশাসনের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ মন্ত্রণালয়ের সব নথি। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

আরকেএইচ/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর