সচিবালয়ে আগুন
লাইভে যে বার্তা দিলেন মামুনুল হক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৯
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমরা দেশবিরোধী ষড়যন্ত্রের মধ্য দিয়ে চলেছে বাংলাদেশ। দেশের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে গত রাতটি পার করেছি। বাংলাদেশকে ব্যর্থ করার জন্য, আগস্ট বিপ্লবকে ব্যর্থ করার ভয়াবহ ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, ‘একদিকে দেশবিরোধী কুটিল ষড়যন্ত্রকারীরা দেশের ভেতর ঘাপটি মেরে বসে আছে, অপরদিকে বাংলাদেশের ইসলামি অঙ্গনও নিরাপদ নয়। এখানে চলছে নানা সহিংস ঘটনা। গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে শাহাদাতের ঘটনা ঘটেছে। তার নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।
এদিকে, সচিবালয়ে আগুন লাগার কারণ খুঁজতে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করা হয়েছে এবং নতুন করে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে।
নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, কমিটিতে পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, কেমিকৌশল বিভাগের অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত সদস্য হিসেবে আছেন।
কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব নিরূপণ এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।
এর আগে, ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ছয় ঘণ্টা পর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিআর/এমবি/এমএইচএস