শুধু সংস্কারের কথা বললে মইন-ফখরুদ্দিনের কথা মনে পড়ে : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৬
শুধু সংস্কারের কথা বললে মইনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জানান।
তিনি বলেন, ‘নির্বাচন তো গণতন্ত্রের একটা অনুসঙ্গ। আপনারা (অন্তর্বর্তী সরকার) এটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে। আপনাদের স্ব স্ব অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণ যাকে ভোট দিবে, তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে। সেটা না করে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেননি। বিপ্লবী চেতনা নিয়ে, ছাত্র-জনতার আত্মাহুতির স্পিরিটকে লালন করে প্রশাসন সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোসর ও আওয়ামী লীগকে যারা লালন-পালন করে সহযোগিতা করেছে, মুজিব কোট পরে ওসি ও এসপির দায়িত্ব পালন করেছে তারাই আজকে সচিবালয়ের বিভিন্ন পদে বসে আছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে কেন? তারা গণতন্ত্রের বিপ্লবকে ধারণ করবে কেন? তারা নানা কারসাজির মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘এখনো বিভিন্ন উপায়ে গণতন্ত্রবিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে। উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারদিক বেষ্টিত একটি সরকারি দপ্তর।সেখানে আগুনে ভস্মিভূত হয়ে গেছে অনেক ফাইল। তারমধ্যে সবচেয়ে বির্তকিত দুর্নীতিবাজ সাবেক কেবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক।’
ডিআর/এমজে