একাত্তরে বৈষম্য দূর করার কথা বলা হলেও তা হয়নি : জামায়াত আমির

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

একাত্তরে বৈষম্য দূর করার কথা বলা হলেও তা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূরই হয়নি। এমনকি গণতন্ত্রও আসেনি। একটি স্বৈরতান্ত্রিক দল স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।’
ডা. শফিক বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার দেশের প্রতিটি অর্গানকে তাবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সেসব সংস্কার কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’
জাতির সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। জাতির সঙ্গে হওয়া ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে ধর্মবর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে ‘
সরকারের সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেওয়া উচিত বলে জানান ডা. শফিকুর রহমান।
উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।
প্রদীপ রায় জিতু/এমজে