Logo
Logo

রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৬:০০

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

ছবি : সংগৃহীত

বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।  

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রথমে জাতীয় পতাকা ও পরে দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা দেন। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর