সরকারের সমালোচনা করায় গণঅধিকার পরিষদের নেতাকে মারধর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
ফারুক হাসান সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে দিয়ে আমরা বিপ্লবী সরকার চেয়েছি। আমরা অন্তর্বর্তী সরকার চাইনি।’ তার এই বক্তব্যের পরই একদল যুবক হামলা চালায়।
আক্রমণের শিকার ফারুক হাসানকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, হামলাকারী দলের মধ্যে ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তারা আমার ওপর অতর্কিত হামলা করেছে এবং আমার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, হামলাকারীরা ছাত্রদলের সদস্য ছিল না, বরং জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যরা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমি শাহবাগ থানায় যাচ্ছি। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।’
সমাবেশের আয়োজক সংগঠন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব হাসান মো. আরিফ হামলাকারীদের পরিচয় জানাতে অস্বীকার করেছেন। তিনি জানান, হামলার সাথে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই।
ডিআর/এমজে