শিবির সেক্রেটারি
এই ভূখণ্ডে ‘ইসলাম ও মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাবি
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০৬
![এই ভূখণ্ডে ‘ইসলাম ও মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাবি](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2024/10/30/Untitled-1-672610844801b.jpg)
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, এই ভূখণ্ডে বিভিন্ন নাম থেকে ‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।
বুধবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
এদিকে জাবিতে সর্বদলীয় অংশগ্রহণে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর প্রকাশ্যে এলো সংগঠনটি।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ আগস্ট এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিকে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামকরণ করে তৎকালীন সরকার। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এরপর ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে ‘মুসলিম’ শব্দ বাদ কেবল ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়’।
আতারা