‘ফেলানী হত্যার বিচারের নামে ভারত প্রহসন করেছে’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
ছবি : বাংলাদেশের খবর
ফেলানী হত্যার বিচারের নামে ভারত প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেলানি হত্যা দিবস উপলক্ষে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চেয়ারম্যান বলেন, ‘ফেলানী হত্যার ঘটনা বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় ও নিষ্ঠুরতার দৃষ্টান্ত সৃষ্টি হয়। ফেলানীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী খুন করে ক্ষান্ত হয়নি। ফেলানীর লাশ তারা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার তারা করল না।’
তিনি আরও বলেন, ‘ভারত খুনিদের সবসময় আশ্রয় দিয়েছে। বাংলাদেশে জুলাই-আগস্টে হত্যাকাণ্ড সংঘটিত করা খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার। ভারত চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।