Logo
Logo

রাজনীতি

হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল : ফারুক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল : ফারুক

ছবি : বাংলাদেশের খবর

হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। এছাড়া, মানুষ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় ও মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। 

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (বাসাস) আয়োজিত আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মানুষ স্বৈরাচারী হাসিনার দুঃশাসনের হাত থেকে রেহাই পেয়েছে। বহু মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। হাসিনা দেশ থেকে পালিয়ে হিন্দুস্তানে চলে যেতে বাধ্য হয়েছে। মানুষ হাসিনাকে ঘৃণা করে। আর গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ কতটা ভালোবাসে তার দৃষ্টান্ত গতকাল আপনার দেখেছেন। চিকিৎসার জন্য বেগম জিয়া লন্ডনে গিয়েছেন। লক্ষ লক্ষ সাধারণ মানুষ তাকে বিমানবন্দরে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল। গণতন্ত্রের জন্য বেগম জিয়ার সংগ্রাম তাকে সম্মানিত করেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দুঃশাসনের সময়ে মিথ্যা মামলার বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে। গুম ও খুন করা হয়েছে বিএনপির নেতা-কর্মীদের। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বিনা চিকিৎসায় মেরে ফেলতে চেয়েছিল। 

তিনি এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করুন। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলাল ই বাকী ইদ্রিশী। 

শহিদুল ইসলাম ভূঁইয়া/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর