খালেদা জিয়া-তারেক রহমানের সাক্ষাতে আজহারীর মুগ্ধতা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বড় পুত্র তারেক রহমান। আবেগঘন এ মুহূর্তের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
বুধবার মাওলানা আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মুগ্ধতা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য! ‘
অল্প সময়েই আজহারীর এ পোস্ট ভক্তদের মাঝে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। একজন মজলুম নেত্রীর প্রতি সহানুভূতি প্রকাশের জন্য নেটিজেনরা তার প্রশংসা করছেন।
বুধবার যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে দেখেই জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ওই সময় তার গাড়িবহরের পাশে ছিল দলীয় নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।
সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো তারেক রহমান ও তার পরিবারের। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।
নানা শারীরিক জটিলতা, জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে পা রাখলেন। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াই করতে আবার দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।
ডিআর/বিএইচ