একাত্তরে জামায়াতের কর্মকাণ্ড নিয়ে মুক্তিযোদ্ধা দলের লিফলেট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:০০
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ‘সবার আগে বাংলাদেশ-৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শিরোনামে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশের খবরের হাতে পাওয়া লিফলেটে দেখা যায়, মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা নিয়ে একাধিক প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে লিফলেটে। এসব প্রতিবেদন ১৯৭১ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে জামায়াতের নৃশংসতা এবং সংঘাতের বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়।
এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠনের সহিংস কার্যক্রমের খবরও লিফলেটে স্থান পেয়েছে।
এসআইবি/এটিআর