এখন ছেলেরা লিখবে ‘সমন্বয়ক হতে চাই’ : ফজলুর রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
-677fa9124f082.jpg)
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমরা আগে মেট্রিক পরীক্ষায় এইম ইন লাইফে লিখতাম, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, জজ-ব্যারিস্টার হতে চাই। এখন ছেলেরা লিখবে, ‘সমন্বয়ক হতে চাই’। কারণ সমন্বয়ক হলে একাদশ শ্রেণিতে পড়েই ডিসির সাথে মিটিং করা যায়। প্রজেক্ট করা যায়।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সমন্বয়করা ডায়েরি হাতে নিয়ে রাস্তায় হাঁটে উল্লেখ করে তিনি বলেন, ‘কিশোরগঞ্জে গিয়ে দেখলাম তিনটা ছেলে রাস্তায় হাঁটছে। জিজ্ঞেস করলাম, বাবারা তোমরা কারা? ওরা বলল, আমরা সমরনায়ক। আমি বললাম, সমরনায়ক কী? তখন বলে, সরি স্যার, আমরা সমন্বয়ক। ওরা গুরুদয়াল কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। ডিসির সঙ্গে মিটিং করতে এসেছিল তারা। এভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা এসব চাই না। ছেলেমেয়েরা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকো ভালো কথা, আমিও বকি, কিন্তু জহরলাল ইউনিভার্সিটির ছাত্রদের চেয়ে তুমি ভালো হও। তুমি ইন্ডিয়ানদের চেয়ে ভালো বিজ্ঞানী হও। বাংলাদেশের মুখ উজ্জ্বল করো।
ফজলুর রহমান বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তাহলে তোমাদের স্বাধীনতা বিড়াল। একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলব না। একাত্তরের ত্যাগকে খাটো করতে দেবো না আমরা। যারা একাত্তরকে ভোলাতে চান, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনোদিন একাত্তরকে ভুলবে না।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘এই দেশে শুধু রাজাকার, আলবদর জন্মগ্রহণ করেনি, এখানে শহীদ জিয়ার জন্ম হয়েছে। মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তানদের জন্ম হয়েছে। এই দেশে স্বাধীনতার পথে, মুক্তিযুদ্ধের পথে থাকবে। ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা ৭০, ৭১-এর জনগণকে বিভ্রান্ত করেছে, এখনো করতে চাচ্ছে, তারা সফল হবে না।’
ডিআর/এমজে