Logo
Logo

রাজনীতি

জিয়াউর রহমান প্রথম সংস্কার এনেছেন : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

জিয়াউর রহমান প্রথম সংস্কার এনেছেন : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

জিয়াউর রহমানই প্রথম সংস্কার এনেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না।’

ফখরুল বলেন, ‘দেখুন না কী একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আরে ক্ষমতায় তো টিকে থাকবে তখনই, যখন তুমি এটাকে সেটেল করতে পারবে… তার জন্য আমরা বারবার বলছি সংস্কার… এই সংস্কার তো আমরাই শুরু করেছি, প্রথম সংস্কারের কথা বলেছি। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন— একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এসেছিলেন।’

তিনি বলেন, ‘এই যে সংবাদপত্রের স্বাধীনতা… মাত্র চারটা ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল… জিয়া্‌উর রহমান সাহেব এসে সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। একটা বদ্ধ অর্থনীতি ছিল, সেখানে তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র বা মুক্ত অর্থনীতির মতবাদ নিয়ে এসেছিলেন ‘

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন, ইটসেলফ সংস্কারের মূলকথা এবং ১৯ দফা কর্মসূচি ছিল সংস্কারের বড় কর্মসূচি। আমাদের এগুলো সামনে নিয়ে আসতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর