Logo
Logo

রাজনীতি

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় যানজটে বিএনপির দুঃখ প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:২৯

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় যানজটে বিএনপির দুঃখ প্রকাশ

চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় গত ৭ জানুয়ারি গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সৃষ্ট যানজটের জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দলের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘দেশবাসী অবগত আছেন যে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন।’’ আরও বলা হয়, ‘‘বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার বারবার আবেদন করার পরেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পান, তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন। গুলশান থেকে বিমানবন্দর যাওয়ার পথে তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিপুলসংখ্যক মানুষ আসলে রাস্তায় যানজট সৃষ্টি হয়, যা অনেকের জন্য অসুবিধার কারণ হয়। বিএনপি এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং ঢাকাবাসীকে এই সাময়িক অসুবিধাকে সহানুভূতির সাথে দেখার আহ্বান জানায়।

এসআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর