গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমীর খসরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১২
ছবি : বাংলাদেশের খবর
গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির নেতাকর্মীকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার নয়।’
এসআইবি/এমআই