ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া নির্বাচন নয় : ইউনুছ আহমাদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:০৪
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর দক্ষিণ শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে যাতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, তার সব দরজা বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। তার আগে কোনো নির্বাচন নয়।’
দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়। নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়।’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক, কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে উঠেপড়ে লেগেছে। তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।’
সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী।
ডিআর/এমজে