গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে : নুর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:১৬

গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির ছাত্র-জনতা আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
নুর বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছেন না। গণ-অভ্যুত্থানের পরে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছে আহত-নিহতদের পরিবারকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা দেখছি শহীদ পরিবারগুলো এখন সহযোগিতার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না।
তিনি বলেন, আপনারা নিজেদের দল গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কোন দলের মালিকানা বেশি এ নিয়ে বিতর্ক চলছে। কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই গণ-অভ্যুত্থান হলো তাদের কথা কেউ ভাবছেন না।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরু বলেন, আমরা অনেক আশা নিয়ে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছি। কিন্তু তারা আমাদের আশা পূরণ করতে পারেনি। আপনারা শতাধিক পণ্যে ভ্যাট বাড়ালেন। আপনাদের প্রয়োজন ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু আপনারা উল্টো ভ্যাট বাড়িয়ে সকল পণ্যের দাম বাড়ানোর কাজ করলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল হক।
এসআইবি/ওএফ