-67838f72ae959.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদসহ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জমিয়ত-নেতা, মজলিসে তাহাফফুযে ফিকরে দেওবন্দের মহাসচিব ও মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, ইসলামি রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐতিহ্য আছে। নতুন নেতৃত্বের মধ্যে আমি আকাবিরদের এ সংগঠনটির সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আশা করি- তারা সফল হবেন এবং দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
নতুন আমীর মাওলানা মামুনুল হকের মধ্যে ঐক্যের সম্ভবনা রয়েছে উল্লেখ করে মুফতী কাসেমী বলেন, দীর্ঘ দিন ধরে তাকে পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে, তিনিই ইসলামপন্থীদের মধ্যে ঐক্য গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে ঐক্যের মানসিকতা রয়েছে।
আর মহাসচিব হিসেবে সংগ্রামী জননেতা মাওলানা জালালুদ্দীনকে নির্বাচন করা ছিলো অত্যন্ত সময়োপযোগী এবং বিকল্পহীন একমাত্র অবলম্বন বলেও মন্তব্য করেছেন তিনি।
মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী দেশে ইসলামি রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আলেমদের সমর্থনের আহ্বান জানিয়েছেন।
ডিআর/বিএইচ