Logo

রাজনীতি

চাঁদাবাজি-দখলদারি চাই না, সাম্যের বাংলাদেশ চাই : জামায়াত আমির

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮

চাঁদাবাজি-দখলদারি চাই না, সাম্যের বাংলাদেশ চাই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

এখনও বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, ফুটপাত দখল হচ্ছে, বিভিন্ন স্ট্যান্ড দখল হচ্ছে। আমরা চাঁদাবাজি-দখলদারি চাই না, সাম্যের বাংলাদেশ চাই বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা সবজায়গায় ন্যায় বিচার চাই। আমরা বৈষম্য, দুর্নীতি চাই না। চাঁদাবাজি চাইনা, দখলদারি চাইনা। সাম্যের বাংলাদেশ চাই। মানবিক বাংলাদেশ চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এমন একটা শিক্ষা আমাদের সন্তানদের কাছে দিতে চাই যেই শিক্ষার পাঠ চুকানোর পরে সার্টিফিকেট নিয়ে অফিসে অফিসে মামু-খালুর কাছে দৌড়াদৌড়ি করতে হবেনা।’

তিনি বলেন, ‘যদি সেই শিক্ষা আমরা জাতিকে দিতে পারি, একদিকে হবে নৈতিকতা আর একদিকে জীবনের বাস্তবতা। তাহলে এই জাতি হবে দুনিয়ার একটা সর্বাধুনিক শিক্ষিত, সভ্য, উন্নত জাতি। আমাদের সন্তানেরা একটা চাকরির জন্য আন্দোলনে নেমেছিল। তারা সরকারি চাকরি দুটি কারণে পায়নি। একটা হলো সমাজের সর্বত্র বৈষম্য এবং একটা গোষ্ঠীর কাছে চাকরি বন্দী হয়ে গিয়েছিল। দ্বিতীয় কারণ হলো এমন শিক্ষা আমার সন্তানদের দেওয়া হয় দুনিয়ার শিক্ষার সাথে এইটার গুণগত কোনো মিল নাই। অতি নিম্নমানের ভঙ্গুর শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘আমরা এই যুব সমাজকে কথা দিচ্ছি, তোমরা বুকের রক্ত দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ, প্রয়োজনে আমরা বুকের রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করব, ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় তখনি পারব। এর আগে আমরা পারব না। অস্ত্র আরেক জনের ঘাড়ে রেখে আমি দুর্নীতিবাজকে শাসন করতে পারব না।’

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জেলা জামায়াতের আব্দুল আলীম, মতিয়ার রহমান, আবু তালেব ও হাবিবুর রহমান প্রমুখ।

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর