চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : জামায়াত আমির
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
ছবি : বাংলাদেশের খবর
চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনো যুদ্ধ শেষ হয়নি। দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ চাইলে সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর শক্তিতে বলীয়ান একটি জাতি তৈরি করতে চাই। কুরআনের আইন বাস্তবায়ন চাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করে অনেক লাশ গুম করেছিল।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই বিপ্লবে নিহতদের স্তূপ করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে লাশ ছাই করে দেওয়া হয়েছে। যারা রক্ত দিয়ে আমাদের এ পরিবেশ দিয়ে গেছে তারা জাতীয় বীর। জোর করে চাপানো গোলামি থেকে এ জাতি মুক্তি পেয়েছে।
তিনি বলেন, রাজশাহীতে ৫ আগস্টের পর কোন চাঁদাবাজ আছেন? দুর্নীতিবাজ আছেন? ঘুষ বাণিজ্য আছেন? যদি থেকে থাকে তবে আপনাদের এসব ছেড়ে দিতে হবে। যদি কেউ না মানে তাহলে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের প্রতিবাদ যারা করেছে এমন অসংখ্য ভাই-বোনদের হত্যা, গুম ও বিকলাঙ্গ করা হয়েছে। তাদের ব্যাবসা ও চাকরি কেড়ে নেওয়া হয়েছে। দফায় দফায় জেলে দিয়েছে। অনেককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
জামায়াতের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন। এছাড়া রাজশাহী জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
এদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক।
জয়/এমবি