বক্তব্যে উপস্থিত ব্যক্তিদের নাম বলে সময়ক্ষেপণের রীতি বাদ দিতে হবে : ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:০২
সভা-সমাবেশে বক্তব্যে উপস্থিত ব্যক্তিদের নাম বলে সময়ক্ষেপণের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জানুয়ারি) গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই যে সভায় উপস্থিত সবার নাম বলতে হবে, এটা একটা অপ্রয়োজনীয় কাজ। বেহুদা সময় নষ্ট। এর কোনো মানে হয় না। এসব থেকে আমাদের বের হয়ে আসা দরকার।’
তিনি আরও বলেন, ‘কীভাবে শক্তিশালী রাজনৈতিক দল গড়া দরকার, সে বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। ক্রিটিক্যাল পার্টি তৈরি করা দরকার। এখন যে প্রতিযোগিতা চলছে, তা বুদ্ধি ও মেধার প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ার কে কত ভালো লিখতে পারেন, তার প্রতিযোগিতা। কে কত ভালো কথা বলতে পারেন, লিখতে পারেন, তার প্রতিযোগিতা। টকশোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খন্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমার মনে হচ্ছে, আমাদের নেতাকর্মীরা, আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। সব জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ করতে হবে। কীভাবে বক্তব্য দেবেন, কীভাবে উপস্থাপনা করবেন, কীভাবে উপস্থাপন করবেন, এড্রেস কীভাবে করবেন, এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজনীয়।’
ডিআর/এমজে