‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়েছেন’ শীর্ষক মন্তব্য করেননি সোহেল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭
ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন।’
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন’ শীর্ষক কোনো মন্তব্য সোহেল তাজ করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।’
অনুসন্ধানে দেখা যায়, অন্তত ১৫ জানুয়ারি থেকে দাবিটি ফটোকার্ড আকারে ফেসবুকে প্রচার শুরু হয়। তবে এ সংক্রান্ত পোস্টগুলোতে উক্ত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, সোহেল তাজের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
তবে গত ১৬ জানুয়ারি ‘শেখ ফ্যামিলির সবাই চোর’ শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাব এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে শেখ পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আলোচনা করা হয়। তবে প্রতিবেদনে সোহেল তাজ বিষয়ে কোনো তথ্য বা এ বিষয়ে তার কোনো মন্তব্য উল্লেখ ছিল না।
সুতরাং, ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন” শীর্ষক মন্তব্য সোহেল তাজ করেছেন বলে যে দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; তা মিথ্যা।’
এইচকে/এমআই